সাদা কুয়াশা জ্যোস্না রাত, দেয়ালে তোমার ছায়া,আমি আঁধারে একা হেটে যাই,বুঝি না কোনটা ভালোবাসা আর কোনটা মায়া আকাশ অন্ধকার চাঁদ তার নিরব পাহারাদার আমি ঘুমহীন নির্বোধ বালক শত সহস্র তারার মেলা আমি জানালার পাশে একলা শীতল বাতাস ছুঁয়ে যায় স্বপ্নগুলো মেঘে ঢেকে যায় নীরব পৃথিবী ঘুমায় জোনাকিরা আমার পাশে আড্ডা জমায় ঘুমহীন চোখ আমার কাকে খোঁজে হারায় আবার ইচ্ছে করে ভাসি মেঘের ভেলায় তারপর বৃষ্টি হয়ে ভেজাই তোমায় আর দু;খগুলো বাতাসে ভাসিয়ে জ্বলব আকাশের তারা হয়ে পুষ্প বিরাগ রজনী তুমি আলোর সন্ধানী দিগন্তে আলোর রেখা রবির আলোয় পাই তোমার দেখা পুরানো কথা,হারানো ব্যাথা সবই রবে, বকুল ফুলের মালায় গাঁথা শুধু আমি রব না হারিয়ে যাব তারার মেলায় মনে পড়লে খুজে নিও আমায়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।