আমাদের কথা খুঁজে নিন

   

নির্ঘুম...



১. আর একটা রাতের অপমৃত্যু.... মুগ্ধ চোখে মুর্মূষু রাতের দিকে তাকিয়ে থাকি নিজের ছায়ায় খুঁজে পাই এক ভয়ানক পিশাচ মুখোশের আড়ালে বিভৎস আমার চোখ । ২. আজো তোমার পদচিহ্ণ পড়ে আছে, ধূসর হয়ে যাওয়া সময়ের পথে, আরো কতটা পাড়ি দিতে হবে সময়কে পিছে ফেলে এগিয়ে যেতে ? ৩. তুমি কি শুনতে পাও ওদের আর্তনাদ স্পর্শ কি পাও ওদের চোখের জলের, একদিন ওদের চোখের জল শুকিয়ে যাবে আর্তনাদ পরিণত হবে শেকল ভাঙ্গার ঝংকারে, আমি অপেক্ষায় থাকি..... অসহায় তোমার ওদের কোন প্রয়োজন থাকবে না । ৪. এরপর ফিরে আসি চিরপরিচিত ডেরায় কিছু অগোছালো বই,নিতান্ত সাদামাটা বিছানা আর তোমার জন্য লেখা কবিতার খাতা.... এত কিছুর ভিড়ে হারিয়ে যায় আমার রাতের ঘুম, মহাকাল,আমি হারাবো তোমার মাঝে, তুমি বিলীন হয়ে যাবে আমার অস্তিত্বে । মনূষ্য জন্মে এ আমার প্রতিজ্ঞা । ৫. তখন ভোর হয়ে আসে, বুকের মধ্যে নিঃশব্দে জেগে থাকে যুদ্ধহত ক্লান্ত সৈনিক ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।