একটি ভীষণ না থাকাকে সঙ্গে নিয়ে প্রতি রাতে ঘুমাতে যাই
একদিন অনেক রাতে ফোন দিয়েছিলে।
আমি তখন ঘুমে...
এরপর রাতে আর ঘুমাতে যাই না
যদি তুমি ফোন দাও,
যদি কথা বলতে ইচ্ছা হয়,
আর আমাকে না পাও
সেই ভয়ে।
এখন রাত কেটে যায় নির্ঘুমে,
একটি ফোনের আশায়।
যদিও একবারই করেছিলে,
সেই রাতের পর আর ফোন আসে নি।
তারপরও....
যদি করে ফেলো হঠাত কোনো রাতে,
ব্যকুল হয়ে ফোনটার দিকে অপলক তাকিয়ে থাকি।
কিন্তু তোমার ফোন আর আসে না।
.....................................................................................
কি যে লিখলাম কে জানে?
মাফ কইরা দেন। হঠাত করে তার কথা মনে পড়ছে তো...তাই এসব প্রলাপ
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।