. আমার নাইবা হলো পারে যাওয়া...
নিশুতি রাত। অদ্ভুত নিস্তব্ধ চরাচর।
সমস্ত প্রকৃতি ঘুমিয়ে আছে।
অন্ধকারে একা আমি জেগে আছি।
বিনিদ্র রাত জ্বগদ্দল পাথরের মত
বুকে চেপে শ্বাষ বন্ধ করে দেয়,
ইনহেলার মুখে চেপে ধরি।
মনে মনে ক-তো প্রলভন দেখাই
পলাতক নিদ্রাকে। ভ্রুক্ষেপ করে না সে।
কখনো বেড়ালের মত নিঃশব্দে ছাদে
হেটে বেড়াই, ক্লান্ত হয়ে গেলে পরে
বসে বসে নক্ষত্র গুনি......
আশে পাশে কোথাও শিশু কেঁদে ওঠে।
ঘুম জড়ানো মায়ের গলা, এক পলক,
আবার সব সুনসান। আমি শুধু
প্রেতের মত জেগে থাকি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।