ডানা মেলা গাঙ্গচিলের দিকে তাকিয়ে থাকে হৃদয়
সাত সুমুদ্র পাড়ি দেয় উড়াল দিয়ে মনে মনে।
সহস্র আলপনা রঙ্গিন পাতার মতন উড়ে
লৌকিক সঙ্গীত আদি চিত্রকলা প্রাচীন উদ্ভিদ।
সুফী, লালন তন্তুবাস জড়িয়ে থকে শরীরেওও
ঘিরে রাখে সুর মরমী পর্বণ- রাত ব্যাপী আগরের ঘ্রান।
পাখির ডানা ঝাপটা আদি ভৌতিক অশরীরি আনাগোনা
নিরন্তন এক ঘেয়ে জীবন যাপনে-
গহীন গোপনে নোঙ্গর ফেলে আলোকিত শহর
সব চোখের অন্তরালে প্রদিপ জ্বেলে সুদূর থেকে
ডেকে যায় ধুম্রজ্বালে ধূপের গন্ধ ঢেলে।
নিমগ্ন মৌনতায় কাটে বেলা ম্যডিটেশন ধ্যানে
হৃদয় সমুদ্র আকাশের সীমানা পাড়ি দেয় ডানার ভেলায় চেপে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।