জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি যেখানে আড়ষ্ঠ, মুক্তি সেখানে অসম্ভব
এতো সূক্ষ্ম চোখে কী দেখছো দুনিয়ার ।
শ্যামলাবতীর দেহ, স্নেহ নাকি সোনালী ঘড়ির চেন ;
কিসের দরকারে মতিঝিলের উপর তলার উপরে তলা উঠছে !
তুমি কি ছিড়তে পারবে হোয়াইট হাউজের চোখ,
নাকি সাদা কামরায় ওদের সঙ্গেই ডিনার করেছ
চা খেয়ে এসেছো মানি ব্যাগ ভর্তি এশিয়ার সভ্যতায়।
উই পোকার কামড় আর নানান গোত্র শোষিত
ছেঁড়া-ফাড়া দোয়েলের এই শ্যামা বঙ্গদেশ
একদিন হানাদারদের পেটকেটে বেরিয়ে এসেছিল ।
দেখ; দুশ্চিন্তায় এ দেশ শুকিয়ে যাচ্ছে।
ঋণের জালে আটক কৃষানীর হাঁসের বাচ্চারা
শাপলা পুকুর এমনিতেই কাঁপে ;
ডানার ছায়া যে ওরা সইতে পারেনা ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।