-[link|http://doridro.net/download/All%20time%20Bangla%20Hits%20[By%20RaNa]/Arnob%20-%20Bhalobasha%20Tar%20Por.mp3.html|ভালোবাসা তারপর] , অর্ণব।
------------------------------------
অনেক অন্ধকারের মধ্যে তাও যেটুকু ভালো থাকার স্বপ্ন মাঝে মাঝে দু'একটি রাতে চাঁদের আলোর মতো উঁকি দিয়ে যায়, তাও দূরে থাকা মেঘ সেই চাঁদটুকুও ঢেকে দেয় কখনো কখনো। জোসনার জন্যে আকুল হয়ে বসে থাকা আমাকে অন্ধকারের করাল গ্রাসের থেকে রক্ষা করার মতো কোন বন্ধুই তো আশে পাশে পাই না আমি যার কাঁধে মাথা রেখে কিছুক্ষণ শান্তিতে থাকা যাবে। ঐ চাঁদটাই যা আমার কথা একটু শোনে, আর তারপর আমাকে শান্ত করতে জোসনা ছিটিয়ে দেয় আমার চারপাশ জুড়ে; তাকে ঢেকে দিলে হবে!
ভালবাসার মানুষের কাছে ভালোবাসার দাবি ছেড়েই দিয়েছি প্রায়, শুধু বন্ধুত্বটুকু চাইছিলাম। অনেক পুরোনো সুন্দর স্মৃতিচারণ করে বর্তমানে ভাল সময় যেতে পারে, কিন্তু বর্তমানের দৈনন্দিন জীবনের অংশ থেকে বাদ দিলে ভবিষ্যতে স্মৃতিচারণ করার মতো আর কিছুই যে থাকবে না! সম্পর্ক যে প্রতিদিন চর্চা করতে হয়, নইলে কঠিন মরিচা ধরে যায়।
আবার খুব সম্মান করে মাথার উপরে তুলে রাখার চেয়ে একটু নিচে বুকের কাছাকাছি রাখাই মনে হয় সম্পর্কের জন্যে ভালো।
--------------------------------------
চাঁদের কাছে মোর মেলেনিতো ঠাঁই
নিটল জোসনাতে এলাম যে তাই
এইটুকু যেন পাই।
কালো মেঘের দল এলো অবেলায়
ঢেকে দিল চাঁদটাকে নির্ভাবনায়-
মোর শেষ জোসনাটুকু নিলো বিদায়...
আমি হেটেঁছি অনেক দূরের পথে
ভিজবো বলে বরষায়
ভুল ছিল সে চাওয়া বুঝতে পেরেই
এসেছিলাম কুয়াশায়-
প্রখর রোদের আলোর খেলায়
সেই কুয়াশাও করলো নিঃস্ব আমায়...
হায় এভাবেই হয়ে গেল আমার-
সব ইচ্ছেগুলোর অপচয়
কে জানে কি কারণ ছিল পেছনে
দিয়ে গেলো পরাজয়।
কেন যে সে শুধু আমার বেলায়
সব কিছু ক্ষয়ে ক্ষয়ে যায়
যেদিকে আমি দু'হাত বাড়াই,
যেদিকে আমি দু'হাত বাড়াই।
কালো মেঘের দল এলো অবেলায়
ঢেকে দিল চাঁদটাকে নির্ভাবনায়-
মোর শেষ জোসনাটুকু নিলো বিদায়...
-প্রাপ্তি শূন্য , মিফতাহ জামান।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।