রক্ত চাইলে রক্ত নে, রাজাকার মুক্ত বাংলাদেশ দে...
হয়তো কষ্টগুলো এভাবেই ছিলো,
এভাবেই ছিলো বহুদিন।
একাকী অন্ধকার ঘরের
চার দেয়ালে বন্দী হয়ে
কুঁড়ে কুঁড়ে খাচ্ছিলো আমার হৃদয়টাকে।
রক্তাক্ত আমার এই দেহ, এই মন
পায়নি তোমার কোন পরশ,
ধীরে ধীরে আমি চলে এসেছি
মৃতু্র খুব কাছাকাছি।
আজ বিদায় বেলায় তাই কি তুমি এলে?
তাই কি এলে আমার কপালে ছোঁয়াতে
তোমার সেই মায়াবী পরশ?
তাই কি মুছে দিতে এলে
টুপ-টাপ ঝরে পড়া চোখের জল?
দেখতে এলে আমার শেষ নিঃশ্বাসের
প্রতিটি মুহূর্তগুলোকে?
বড় বেশী অবেলায় তুমি এলে আজ,
কি এমন ক্ষতিটুকু হতো তোমার,
যদি সত্যিই ফিরে আসতে,
আর ক'টাদিন আগে?
আমি হারিয়ে গেলেও জেনো,
আমি আছি তোমার খুব কাছাকাছি,
তোমার প্রতিটি নিঃশ্বাসে
প্রতিটি হৃদস্পন্দনে আমি বেঁচে থাকবো।
বেঁচে থাকবো
তোমার হৃদয়ের খুব গহীন কোনে,
কখনোবা তোমার চোখের কোনে
কান্নার নোনা জল হয়ে ঝরে পড়বো।
আমি বেঁচে ছিলাম, বেঁচে আছি
আর বেঁচে থাকবো...
চিরকাল শুধু তোমাকেই ভালোবাসার, কাছে পাবার
অতৃপ্ত হৃদয়ের আকুতি নিয়ে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।