আমাদের কথা খুঁজে নিন

   

কষ্টগুলো তোমার একার নয়

জীবন অলীক স্বপ্ন নয়, ভাল ও মন্দ সুতোয় বোনা এক অপরূপ নকশী-কাঁথা।... ভালবাসা আসে কল্লোলিত ঝরণাধারার মত, বিদায় নেয় ঝরা পাতার মর্মরে...
আমার এক বন্ধু এই কবিতাটা পোষ্ট করেছিল কিছুদিন আগে..... Click This Link তারই উত্তরে আমি এই কবিতাটা লিখি..... আকাশের মেঘ আর বৃষ্টির সুরে পাখির ডানার কোলে দেশ বহুদূরে প্রজাপতি রামধনু হয়ে যেথা রয় সে দেশেতে যেতে আমার মন নাহি চায়- যদি তুমি হীনা সুখ সেথা পেতে হয় নরকেও রব আমি ভাল এর চেয়ে। কেন দেবে না কষ্টগুলো, সেতো তোমার একার নয় সব্ই নেব ভাগ করে যদি পেতে হ্য় ভালবাসা সব যদি নিয়ে নেইও সে বুক খালি হবে না কভূ ভুল করেও কষ্ট দেবে না বলে করো না ভ্রমিত তোমার কষ্ট মুছেই আমার সুখ নিহীত।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।