বদল প্রয়াসী এই জীবনের জোয়ারে কেবল অন্তঃশীল একটি দ্বীপের মতো সবার গোচরহীন আছি আজো সুদূর সন্ধানী!
আমার কষ্টগুলো খুব মায়াবী আর লাজুক
ফরসা গাল তার টকটকে লাল হয়ে যাবে,আপেলের মতন
আরক্ত-দু'মুহুর্ত যদি কথা বলো ওর সাথে!
আর ভীষণ নির্লিপ্ত,আর গম্ভীরও,-এবং চুপচাপ-
কোন হৈচৈ নেই-কোন দুষ্টুমী নেই একেবারে!
আমার কষ্টগুলো মিছিলে দাঁড়িয়ে শ্লোগান দিতে পারে না,
তোমাদের কোন সুবিখ্যাত নেতার মতো-
জনসমাবেশে বক্তৃতা দিতে পারে না আঙুল নেড়ে নেড়ে
ধূমায়িত চায়ের কাপ হাতে তর্ক করতে পারে না ঘন্টার পর ঘন্টা,
আমার কষ্টগুলো স্পষ্ট করে জানানও দিতে পারে না তার-
অভিযোগ,আনুযোগ!কেবলই সে হাসে মিটিমিটি,চুপচাপ!
আর হাসাতেও জানে -আমার শত্রুর মুখে হাসি!
আর জানে-
হঠাৎ আমার বুকের পাঁজর দরোজা খুলে ঢুকে যেতে বুকে
তারপর অন্ধ অভিমানী মেয়ের মতো
আমার হৃদপিন্ডে আঘাতে আঘাতে তার সব অভিমান
তার সব কান্না ঢেলে দিতে-আমাকে কাঁদিয়ে
তারপর সেও ডুকরে কেঁদে উঠে!
একেবারে আমার ছেলেবেলার মতন!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।