সম্ভাব্য সকল দৃষ্টিকোণ থেকে দেখতে চাই .......... খুন,ধর্ষন আর ডাকাতি মামলার আসামীদের মামলা রাজনৈতিক বিবেচনায় তুলে নেওয়া অথবা দন্ডপ্রাপ্ত আসামীর সাজা রাষ্ট্রপতির মাধ্যমে মওকুফ করার ভয়ংকর এক কালচার দেশে চালু হয়েছে। অনাকাঙ্খিত এই পরিবেশে বেড়ে ওঠা কোন এক যুবকই হয়ত অদূর ভবিষ্যতে পাসপোর্ট হাতে পাড়ি জমাবে মধ্যপ্রাচ্যের শরীয়া আইন সমৃদ্ধ কোন এক দেশে যার চিন্তায় মানসিকতায় থাকবে এই সময়ের অসুস্হ্য রাজনৈতিক কালচার এর ছাপ....... খুন,ধর্ষন আর ডাকাতি করেও পার পাওয়া যায় । তার এই অসুস্হ্য মানসিকতা আর বিশ্বাসের কারনে অনৈতিক কাজ করতে যেয়ে একসময় সে ধরা খাবে এবং প্রান ভিক্ষা চাইবে সে নিজে ও তার ক্ষমাশীল রাষ্ট্রপতি !!! কঠিন নিষ্ঠুরতম একসময়ে অবাক বিস্ময়ে অসুস্হ্য রাজনৈতিক কালচার এর শিকার ঐ যুবক,তার ক্ষমাশীল রাষ্ট্রপতি আর সমগ্র দেশবাসী জানতে পারবে ......... মধ্যপ্রাচ্যে জনশক্তি রফতানি করা যায় কিন্তু রাষ্ট্রপতির ক্ষমার আদর্শ রফতানি করা যায় না !
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।