আমাদের কথা খুঁজে নিন

   

জনগনের ঋণ

পঙ্খিরাজে চাদেঁর দেশে তোমরা থাকো দুধেভাতে আমরা থাকি হাভাত, তোমরা পাও সালাম স্যালুট আমরা পাই লাথ। তোমরা চলো কারে জীপে আমরা চলি পায়ে, পনের দলে ভোট দিলাম মার্কা দেখে নায়ে। নেতা-নেত্রী মন্ত্রী হলেন আমরা পেলাম কি? সবুর করো আর কয়টা দিন বুঝবে চালাকি! নির্বাচনে সোনার তরী কেমনে হবে পার, জনগনের কাছে গেলে ধাক্কা দিবে ঘাড়! দশ টাকা চালের কেজি বিনামূল্যের সার, ঘরে ঘরে চাকরি দেওয়ার ছিল অঙ্গিকার! চালের মূল্য চারগুণ, চাকরি সোনার হরিণ, কেমন করে শোধবে এবার জনগনের ঋণ? গ্যাস বিদ্যুৎ পানি সহ আরো অনেক ওয়াদা, এসব ভুলে, পরের সাফাই গাইলে বেহুদা। গনতন্ত্রের মাধ্যম নয় পুলিশ দিয়ে হামলা, বিরোধীদলের কর্মী দেখে অকারণে মামলা। মামলা করলে আমলারা হয়তো পাবে পার, জনগনের কাছে তাদের নেই কোন দরকার। রাজনীতিবিদ যেতে হবে বারেবারে ফিরে, দস্যি ছেলে যেমন আসে সন্ধ্যা হলে নীড়ে। হুজি নেতা জঙ্গি নেতার যতই তুলো ধোঁয়া, বৈতরণী পার হওয়া কি দাদার হাতের মোয়া!  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.