প্রথমে এসেই সরকার সফল হয়েছে বিডিআর বিদ্রোহের মাধ্যমে ৫৭ জন সেরা সেনা কর্মকর্তাকে হত্যা করতে।
তার পর সরকার সফল হয়েছে কুইক রেন্টাল নামক লুটপাটের ম্যাজিক বক্স বানাতে। (আইন ও করেছে এর বিরুদ্ধে মুখ খোলার বিরুদ্ধে)
তারপর সরকার সফল হয়েছে ইউনিপে টু ইউ র মাধ্যমে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করতে। (সেই সময় আমার একজন ঘনিষ্ঠ বন্ধু কে আমি নিশেধ করা সত্বেও মাহবুবুর রহমান হানিফের ইউনিপের অফিস উদ্বোধনের ছবি দেখিয়ে বলেছিলো সরকার যাখেনে আছে সেখানে কিসের ভয়!!)।
এর পর সফল হয়েছে শেয়ার মার্কেট থেকে ১ লক্ষ কোটি টাকারও বেশী টাকা লুটপাট করে নিতে।
যার ফলে সফল হয়েছে দেশের অর্থনীতিকে দীর্ঘদিনের জন্যে পঙ্গু করে দিতে।
সফল হয়েছে শ্রম চাহিদার দেশ গুলোর সাথে সম্পর্কের অবনতি ও কূটনৈতিক ভাবে ব্যারথ হয়ে প্রায় ১ কোটি অশিক্ষিত ও অর্ধশিক্ষিত বেকারের বেকারত্ব কে দীর্ঘস্থায়ী করতে। (এখন রেমিটেন্স প্রবাহ বেড়েছে মূলত আগের পুরাতন আমলের বেশ কিছু শ্রমিকের অভিজ্ঞতা বেড়ে যাওয়ায় বেতন বেড়ে যাওয়ায়, অনেক অবৈধ শ্রমিক সেই দেশের নির্বাচনী কারনে বৈধ হওয়ায়, এবং বিশ্ব ব্যাপী মানি একচেঞ্জ ব্যাবস্যায় বিপ্লব ঘটার ফলে ব্যাঙ্কিং প্রবাহে টাকা পাঠানোর প্রবনতায়)
সরকার সফল হয়েছে পদ্মাসেতু নিয়ে চক্রান্ত করায়। সেই সাথে ৭৪এর দুর্ভিক্ষের অন্যতম কারিগর আবুল রে দেশপ্রেমিক বানাতেও সরকার সফল হয়েছে।
সরকার সফল হয়েছে গ্রামীণ ব্যাংক ধংস ও ডঃ ইউনুস কে হেও করায়।
সরকার সফল হয়েছে ইলিয়াছ আলি, চৌধুরী আলম সহ হাজার হাজার বিরোধি পক্ষের মানুষ কে গুম করায়।
সরকার সফল হইছে তত্বাবধয়ক পদ্ধতি বাতিল করতে।
সরকার সফল হয়েছে হলমার্ক, বিসমিল্লাহ গ্রুপ, এস আলম ইত্যাদি প্রতিষ্ঠানের ব্যংকের লোনের মাধ্যমে দেশের ব্যাংক গুলোর হাজার হাজার কোটি টাকা লুটপাট করায়।
সরকার সফল হয়ে ডেস্টিনির মাধ্যমে লক্ষ লক্ষ অদৃশ্য চারা গাছ বিক্রি করায়।
সরকার সফল হয়েছে মুক্তিযুদ্ধের সফল সওদা করায়।
সরকার সফল হইছে তিতাস নদী ভরাট কইরা ভারতীয় ট্রাক ও লরীর জন্যে রাস্তা বানাইতে।
সরকার সফল হইছে ভারতেরে বিনা মুল্যে ট্রানজিট দিতে।
সরকার সফল হইছে বি এস এফ দিয়া ফেলানী সহ সীমান্তে হাজার হাজার বাঙ্গালী মারতে।
সরকার সফল হয়েছে যুদ্ধাপরাধি বিচারের মূলা ঝুলাইয়া মুক্তিযুদ্ধের চ্যাতোনা নিয়া রাজনীতি করায়।
সরকার সফল হয়েছে গনজাগন কে গাঞ্জাজাগরন বানাইতে
সরকার সফল হইছে হেফাজতের পৃষ্ঠপোষোকতা দিয়ে( ২০১০ সাথে এই হেফাজত কি নিয়ে কওমি মাদ্রাসা বোর্ড গঠন করে এই হেফাযতের হেফাযতেই সেই বোর্ড কে সমর্পণ করেছে)।
সরকার সফল হয়েছে নাস্তিকব্লগাররে শহীদ বানাইয়া। (নাস্তিক ও শহীদ হয়!!!)
সরকার সফল হইছে ৪৮ ঘন্টার ভীতর দেড় শতাধিক বিরোধী পক্ষে অবোধ ধর্মভীরু মানুষ কে লাশে রুপান্তরিত করায়।
সরকার সফল হইছে হেফাজতেরে দাওয়াত দিয়া হত্যা করায়।
সরকার সফল হইছে তাজরিন ফ্যসন-এ আগুন, বহদ্দার হাট ফ্লাইওভার ধসের মাধ্যমে নিরবিচারে মানুষ মারতে।
সরকার সফল হয়ে রানা প্লাজা ধসাইয়া দেড় হাজার মানুষ মারতে।
সরকার সফল হইছে জি এস পি সুবিধা বাতিল করাইতে।
সরকার সফল হইছে ভরা বর্ষা কালেও ১৫ মিনিটেই হাওর অঞ্চলের নির্বাচনী ফল প্রকাশ করতে।
সরকার সফল হইছে পররাষ্ট্রমন্ত্রীরে দিয়া ভ্রমনের বিশ্বরেকর্ড করাইতে
........................... সরকারের সফলতা লিখতে লিখতে হয়রান হইয়া গেলাম। তাই আরো অনেক সফলতার কথা লেখতে পারলাম না।
মাহবুবুল আলম হানিফ বলেছে "সরকারের কোন ব্যার্থতা নেই"
আমি বলতেছি আসলেই তাই ------- সব ব্যার্থতা জনগনের!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।