প্রবাসী বৃটিশ উপন্যাসিক স্যার আর্থার কোনান ডোয়েলের অমর সৃস্টি “শার্লক হোমস” ছিলেন কেন্দ্রীয় গোয়েন্দা চরিত্র আর তার সহকর্মী ছিলেন ডাঃ ওয়াটসন। লন্ডনের অন্যতম দর্শনীয় মোমের মুর্তি যাদুঘর “মাদাম তূসো” তার সামনে পাইপ হাতে দাঁড়িয়ে থাকা শার্লক হোমসের মুর্তি আজ ও স্মরন করিয়ে দেয় শার্লক হোমসকে । তার উপন্যাসের একটা মজার ঘটনা। “ একদিন শার্লক হোমস এবং সহকর্মী ওয়াটসন রাত্রিযাপনের উদ্দ্যেশে মরুভূমিতে গিয়ে তাবু ফেললেন। রাতে পান আহার শেষে তারা ঘুমাতে গেলেন। মধ্যরাতে ওয়াটসনকে ঘুম থেকে ডেকে তুললেন হোমস। ওয়াটসনকে বললেন “ আকাশের দিকে তাকিয়ে দেখ, কিছু দেখতে পাও? ওয়াটসন আকাশের দিকে তাকিয়ে বললেন “লক্ষ কোটি গ্রহ নক্ষত্র দেখতে পাচ্ছি” তা থেকে তোমার অনুভুতি কি? জানতে চাইলেন হোম’স। ওয়াটসন শুরু করলেন জ্যোতির্বিদ্যা অনুযায়ী আকাশে লক্ষ লক্ষ গ্যালাক্সি, কোটি কোটী গ্রহ নক্ষত্র। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী শনির অবস্থান রাহুর কাছাকাছি, ধর্মীয় মতানুযায়ী ঈশ্বর মহান এবং কি বিপূল তার সৃস্টি, সময় বিদ্যা অনুযায়ী এখন রাত প্রায় তিনটা ,আবহাওয়া বিদ্যা অনুযায়ী আগামী কাল হবে চমৎকার রৌদ্রজ্জল দিন” একটু থেমে ওয়াটসন জিজ্ঞেষ করলেন “তুমি অন্য কিছু কি বুঝতে পারছো এগুলো থেকে হোম’স?” “তুমি এক গাধা ওয়াটসন ,আমাদের ঘুমের মধ্যে কেও তাবুটা চুরি করে নিয়ে গেছে তাই আকাশের তারা দেখতে পাচ্ছ ওয়াটসন”
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।