আমাদের কথা খুঁজে নিন

   

শার্লক হোমস

এই পৃথিবীর সব কিছুই পাতানো, কলকাঠি নাড়ছে....... একজন; শুধুই একজন।

বিখ্যাত ডিটেকটিভ শার্লকহোমস চরিত্রটিকে কেনা জানে। তবে এর জনক স্যার আর্থার কোনান ডয়েল অনেকের কাছেই অচেনা। তো তাকে নিয়ে একটা হাসির ঘটনা ঘটলো একবার। কোনান ডয়েল বহুদিন ইতালী আর সাউথ ফ্রান্সে কাটিয়ে প্যারিসে এসেছেন।

ট্রেন স্টেশনে ট্যাক্সির দিকে এগিয়ে যেতেই ট্যাক্সি ড্রাইভার দরজা খুলে বললো-"গুড মনিং মিস্টার ডয়েল। " কোনান ডয়েল আশ্চার্য হয়ে বললেন- "তুমি কি আমাকে চেনো?‍" "না"-হেসে বললো ট্যাক্সি ড্রাইভার। কিন্তু পত্রিকায় পড়েছি যে আপনি ইতালী আর সাউথ ফ্রান্সে বেড়িয়ে প্যারিসে আসবেন। আর আপনার চেহারা দেখলেই বোঝা যায়, আপনি ইংরেজ একজন অ্যারোস্টর্কাট। তারপর দেখছি- আপনি কিছুদিন আগে চুল কেটেছেন, এ ধরনের চুলের কাট কেবল ইতালীর সেলুনগুলোতেই হয়।

আপনার গায়ের রং রোদ্দুরে বাদামী হয়েছে। সাউথ ফ্রান্সে কিছুদিন বেড়ালে এমন হওয়া সম্ভব। আর এই সময়েই সাউথ ফ্রান্স থেকে ট্রেন প্যারিসে আসে। এই সব মিলিয়েই মনে হলো -আপনি কোনান ডয়েল। "বল কি!" কোনান ডয়েল মুগ্ধ হলেন, "তুমি তো দেখছি শার্লক হোমসকেও হার মানালে।

" "স্যার আরেকটা ছোটখাট জিনিষ আমার নজরে পড়েছিল"- গাড়ি ছাড়তে ছাড়তে মুচকি হেসে ড্রাইভার বললো, আপনার ব্যাগটা যেটার উপর আপনার নামটা লেখা.......

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.