দি মেমোয়ার্স অফ শার্লক হোমসের শেষ মামলায় শার্লক হোমস মারা গেছে বলে লিখা হয়েছিল...প্রফে সর মরিয়ার্টিকে সাথে নিয়ে ধ্বস্থা ধ্বস্থির এক পর্যায়ে পাহাড় থেকে পড়ে যায় তারা...প্রফেসর মরিয়ার্টি হোমসের যোগ্য প্রতিদ্বন্দ্বী ছিল...হোমস চাইতেছিল সব কিছু ছেড়ে দিয়ে নিজের রাসায়নিক কর্মকান্ড নিয়ে বাকি জীবন কাটাতে কিন্তু মরিয়ার্টির মতন লোক শহরের বুকে ঘুরে বেড়াচ্ছে ভাবলে কি বসে থাকা যায়? বন্ধু ওয়াটসনকে বিপদের হাত থেকে সুকউশলে বাঁচিয়ে নিজে আত্মত্যাগ করে সমাজের বুক থেকে পাপ নিশ্চিন্হ করার মাঝেই "শেষ মামলার" কাহিনি তারপর লেখক আর্থার কোনান ডায়েল হোমসকেনিয়ে আর লিখবেন না ঠিক করলেন... বলে রাখা ভালো "দি মেমোয়ার্স অফ শার্লক হোমস" অর্জিনালী প্রকাশিত হয়েছিল ১৮৯৪ সালে কিন্তু তারপর পাঠকদের একের পর এক চিঠি আর সবখানে রব উঠে শার্লক হোমস মরতেই পারেন না অন্তত অতো সহজে না... বুয়র যুদ্ধে চিকিৎসক হিসেবে অংশ নেন স্যার আর্থার যুদ্ধ শেষ হয় ১৯০২ সালে... সব মিলিয়ে স্যার আর্থার পাঠকদের হতাশ করেন নি ১৯০৪ সালে প্রকাশিত হয় "রিটার্ন অফ শার্লক হোমস" "শূন্য ঘরের রহস্য" গল্পে ফিরিয়ে আনা হয় হোমসকে "শেষ মামলাতে" বলা হয় এক পাশে খাড়া পাহার আর আরেক পাশে গভীর খাদ...কিন্তু হোমসকে ফিরিয়ে আনতে লেখক খাড়া পাহারটাকে হোমসের মতে সামান্য ডালু করেনিলেন... আসলে হোমসকে ফিরিয়ে আনতেই লেখক এইটা করেছিলেন কোন রহস্য করতে বা পাঠকদের ধাঁধায় ফেলতে না আসলেই হোমসকে তিনি মৃত্যু দিয়েছিলেন "শেষ মামলাতে" অনেকেই ভুল ভাবে যে লেখক সাহেব হয়ত একটু কাহিনি করলেন আর কি...আসলে কিন্তু তা না...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।