সবচেয়ে ক্ষমতাধর দেশের প্রেসিডেন্ট বারাক ওবামা ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণ মনোযোগ দিয়ে দেখেন ও শোনেন। এই কথাটি কতটা সত্যি বা মিথ্যে তার প্রমাণ দেওয়ার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি প্রকাশ করা হয়েছে। তাতে দেখা গেছে, বারাক ওবামা হোয়াইট হাউসে টেবিলের উপর বসে তিনজন সঙ্গী নিয়ে মনোযোগ দিয়ে টেলিভিশনে মোদীর ভাষণ শুনছেন ও দেখছেন। ওই ছবির ক্যাপশন বলা হয়েছে, “এমনকি ওবামাও নরেন্দ্র মোদীর ভাষণ শোনেন। ”
তবে প্রশ্ন থেকে যায় ইংলিশভাষী ওবামা মোদীর ভাষণ শুনে কিছু বুঝতে পেরেছেন কি?
বর্তমান ডিজিটাল যুগে ফটো নিয়ে কারসাজি করা খুবই সহজ ব্যাপার।
ওমাবার বেলায়ও করা হয়েছে ঠিক এমন কারসাজি।
২০১১ সালের জানুয়ারিতে ওবামার একটি ছবি তোলা হয়। সেই ছবিতি ওবামা হোয়াইট হাউসে একই ভঙ্গিতে বসে টেলিভিশনে সম্প্রচারিত মিশরের তৎকালীন প্রেসিডেন্ট হোসনি মুবারকের ভাষণ শুনছিলেন। এটাই পরবর্তীতে পরিণত হয়েছে বর্তমান ছবিতে। আর এই পুরো কাজটিই করা হয়েছে ফটো কারসাজির মাধ্যমে।
এডিট করা ছবিতে মুবারকের ছবির জায়গায় বিজেপি’র প্রধানমন্ত্রী প্রার্থী মোদীর ছবি লাগিয়ে দেওয়া হয়েছে।
ছবিতে দেখা যাচ্ছে, মোদি ভাষণ দিচ্ছেন, আর একটি ছোট টেলিভিশনে ওবামা ও তার টিম সেই ভাষণ শুনছেন। এরপর ছবিটি ছেড়ে দেওয়া হয়েছে সামাজিক যোগাযোগের মাধ্যমে ফেসবুকে। প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার সূত্রে এ খবর জানিয়েছে এনডিটিভি।
ফেইসবুকে ছাড়া কারসাজি করা এই সাজানো ছবিটি যারা শেয়ার করেছেন তাদের মধ্যে বিজেপি দলীয় পার্লামেন্ট সদস্য সি আর পাত্তিলও আছেন।
এ বিষয়ে পাত্তিলকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ছবিটি সাজানো এটি তিনি জানতেন না।
পাত্তিলের ফেইসবুক একাউন্টে ছবিটি পোস্ট করা হলে এর সত্যতা যাচাই না করেই তিনি এটি শেয়ার করেন।
।অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।