আগের পোষ্ট - মেয়েদের জন্য - যেসব পুরুষকে বিয়ে করবেন না ! প্রেম বা বিয়ে করার ক্ষেত্রে এখন অধিকাংশ ছেলেরা(কিছু exception আছে) সুধু সুন্দরী, ফিগারওয়ালি কন্যা দেখে কিন্তু বাহ্যিক সৌন্দর্য সুখী দাম্পত্যের মূলমন্ত্র নয়ে। সঠিক পাত্রীর কিছু বিশেষ গুণ বের করে এনেছেন গবেষকরা - ১. পাত্রের চেয়ে পাত্রির বয়স অবশ্যই ৫ বছর কম হতে হবে, ২. দুইজনকেই একই সংস্কৃতির আবহ থেকে আসতে হবে, ৩. পাত্রিকে অবশ্যই তুলনামূলক বুদ্ধিমতী হতে হবে। গবেষকদের দাবি, তাদের গবেষনার বক্তব্য অনুযাই জীবনসঙ্গিনী নির্বাচন করলে দাম্পত্যজীবন সুখী ও দীর্ঘ হবে। এ গবেষনাটি European Journal of Operational Research প্রকাশিত হয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।