আমাদের কথা খুঁজে নিন

   

ঢাকা'র দর্শনী স্থান...

অনেকদিন আগে ব্লগটা খুলেছিলাম...অনেক কথা লেখার ছিল...কিন্তু লেখা হয়নি। এখন ভাবছি লিখব...আগেই লেখা উচিত ছিল! আমি এই শহরে থাকি, কিন্তু অনেক কিছু'ই দেখা হয়নি এই শহরের। জানি এটা লজ্জার কথা! কিন্তু কি করা, বেশীর ভাগ'ই সময় হয়নি, অথবা কখনবা সময় হয়েছে কিন্তু সু্যোগ হয়নি। সেদিন এই প্রসঙ্গ উঠতেই কে একজন বলল, আর্মেনিয়ান চার্চ আর রোজ গার্ডেন দেখে আসতে বলল। জানি দুটোই পুরনো ঢাকায়, কিন্তু জানিনা ঠিক কোথায়...কায় কি লোকেশনটা জানেন? ঢাকা ক্যান্টন্মেন্ট থেকে কোন পথে সোজা হয়? আর কি কি আছে ঢাকা শহরে যা দেখা উচিত ছিল বা দেখলে ভাল লাগবে? এই স্থানগুলো ছাড়াঃ সংসদ, জাদুঘর, চিড়িয়াখানা, লালবাগ, আহসান মঞ্জিল ছাড়া। সাজেস্ট করুন, কৃতজ্ঞ থাকব

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।