স্বপ্নময়ী আমি স্বপ্ন দেখি সবসময় সুন্দরের...... কারিগররা জিনিস তৈরী করিবে। তাহাতে আপনার আপত্তি থাকিলে কারিগর পরিবর্তন হইবে। তাই বলিয়া কারিগরের কাজ লইয়া সমালোচনা। আপনি বড়ই বেকুব। কারিগর আপন মনের মাধুরী মিশিইয়া কত শ্রম নিয়া একটি জিনিস তৈরী করিতে পারেন।
আর আপনি একজন বেকুব ব্যক্তি হইয়া,ইহার সমলোচনা করিতে স্পর্ধা করেন। আরেকজন কারিগর আসিয়া তাহা উল্টাইয়া পাল্টাইয়া যাহা ইচ্ছা তাহা করিবে। তাহাতে আপনার কি?আপনি কি কারিগর নাকি?উহারা দেশের কারিগর। তাহার জন্য উহারা দেশ নিয়া কথা বলিবেন। উহারা দেশের স্বাধীনতা,সার্বভৌমত্ব,নিরাপত্তা নিয়া উপহাস করিবেন।
কেহ আবার সংবিধান নিয়া বাৎচিৎ করিবেন। কিন্তু আপনি ইহার প্রতিবাদ করিতে পারিবেন না। উহারা যে দেশ গড়ার কারিগর। উহারা যাহা ইচ্ছা তাহাই করিতে পারেন। দেশকে ভাঙ্গিতে পারেন,দেশের মানচিত্র পরিবর্তন করিতে পারেন,দেশকে অন্য রাষ্ট্রের তাবেদার বানাইতে পারেন,দেশকে অন্য রাষ্ট্রের কলোনি বানাইতে পারেন,দেশের স্বাধীনতা,সার্বভৌমত্বকে তুচ্ছ,তাচ্ছিল্য করিতে পারেন,সংবিধানকে ইচ্ছা মত কাঁটাছেড়া করিতে পারেন,বাজে মন্তব্য করিতে পারেন।
কিন্তু উহাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা হয় না। উহাদের কথা শুনিলে মানণীয় হাইকোর্ট নাকে সরিষার তেলের ফ্লেভার অনুভব করিয়া,ঘুমাইতে থাকেন। আর আপনি কিছু বলিবেন তো মানণীয় হাইকোর্ট নাকে পচা ডিমের গন্ধ অনুভব করিয়া জাগিয়া উঠিয়া বলিবে,ইহাতো আদালত অবমাননা,রাষ্ট্রদ্রোহিতা। উহার বিরুদ্ধে মামলা ঠুকিয়া দাও,উহাকে একহাত দেখিয়ানি। উহারাতো ঠিকই বলেন,ঐতিহ্যগতোভাবে তো আমরা একই দেশের নাগরিক।
কারিগর যাহা বানান,বলেন,করেন,সবইতো ঠিকই আর না হলে অন্য নতুন ডিজিইন। আপনি বেটা বেকুব,আপনার ঘাড়ে কয়টি মাথা,মুন্ডু আছে যে ইহা বুঝিবেন। আর ঠিকইতো আমরা বাংলাদেশের টিভি চ্যানেল বাদ দিয়া তাহাগো টিভি চ্যাণেল দেখি। তাহাগো ভাষাই বাৎচিৎ করিতে চেষ্টা করি,কথাতো সত্য। তাহাগো দ্যাশে কয়টি ভাষা,আর আমগো দ্যাশে কয়টি ভাষা।
মগো দ্যাশেতো মনে হয় একটি ভাষা। তাহা হইলে কেমনে আমরা এক হইলাম বুঝিনা বাপু। আর উহাদের দ্যাশতো ১৯৪৭ আগে কোন দ্যাশ ছিল না। উহাতো ছিল উপমাহাদেশ। আর যখন ভাগ হইল তখনতো এটা হইল আরেকটা দেশ।
তাহা হইলে কেমুনে একই হইলাম। উহার কথ্থাতো দেশের স্বাধীনতা,সার্বভৌমত্ব খর্ব করিল। তাহা হইলে উহার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা হইল না কেন???????উহারা কারিগর বলিয়া???আর আমরা দাশ বলিয়া আমাদের বিরুদ্ধেই শুধু মামলা হইবে??আমরা শুধু বেহুদাই বাৎচিৎ করি। কারিগররা যত বেশি বনাবেন,বলবেন,করবেন ততোই তো উহারা অভিজ্ঞতায় পূর্ণ হইবেন। এখন থেকে উহাদের কথা মতো,উহাদের ভাষা শিখিতে চেষ্টা করিব,উহাদের জাতীয় সংগীত মুখুস্থ করিতে চেষ্টা করিব।
কুছ পরোয়া নেহি। আর আমাদের মাননীয় হাইকোর্ট উহাদের কথা শুনিয়া .................অনুভব করিবেন,আর ঘুমাইবেন। উহাদের বিরুদ্ধে কিছুই হইব না। কেহ কেহ আবার উহাদের বাহবা দিবেন,ভাল,অভিজ্ঞ,সৎ কারিগর। আর আপনি কিছু বলিয়াছেন তো.......................................... ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।