আমি আছি সেইখানে............যেখানে নই তোমরা...তাই বলে নই আমি একা চীনের রাজধানী বেইজিংয়ে একটি ফাস্ট ফুড রেস্তোরাঁর নামের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার নাম মিলিয়ে ফেলা হয়েছে। ওই রেস্তোরাঁর নাম দেয়া হয়েছে ‘ওবামা ফ্রাইড চিকেন’। সংক্ষেপে এর সাইনবোর্ডে লেখা হয়েছে- ওএফসি। এর পাশেই জুড়ে দেয়া হয়েছে বারাক ওবামার হাস্যোজ্জ্বল একটি অঙ্কন করা ছবি। নিচে চীনা ভাষায় লেখা হয়েছে একটি স্লোগান- ‘আমরা খুব শান্তস্বভাবের, তাই নয়কি?’ এ নিয়ে চীনের লোকজনের মধ্যে হাসাহাসি হলেও অনেক মার্কিনি ক্ষোভ প্রকাশ করেছেন। মানবাধিকার বিষয়ক কর্মী রেভারেন্ড আল শার্পটন বলেছেন, এ ঘটনার মধ্য দিয়ে অবমাননা করা হয়েছে ওবামাকে। এটা আক্রমণাত্মক ও বর্ণবাদী আচরণ। যুক্তরাষ্ট্র ও চীন যখন বৈশ্বিক বিষয় নিয়ে প্রতিযোগিতায় মত্ত তখন মুক্ত বিশ্বের নেতাদের নিয়ে এমন কাণ্ড কৌতুক করার মতোই।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।