আমাদের কথা খুঁজে নিন

   

ঘুমিয়ে আছে সামুর মডু এই সব নিকের অন্তরালে

দল কানাদের ঘৃণা করি ইবনে উজ্জা নামক একজন ব্লগার ব্লগে ধর্ম নিয়ে বাজে কথা বলছিলেন (তার ব্লগ পরবর্তীতে ব্যান করা হয়, কমেন্ট মুছে দেয়া হয়)। তখন প্রতিবাদ স্বরূপ একটি পোস্ট দিয়েছিলাম '' মডারেটর সাহেব নীরব কেন?''। সেখানে জানা আপু বলেছিলেন অপর্ণা হালদার এর এই লেখাটি পড়ে দেখুন। শফি হুজুর ঠিক বলেছে । আমরা সমর্থন করি ।

এটাই কি ইসলামের কথা নয় । এটাই তো ইসলাম ধর্ম । রুচিহীন লেখার ভাষা। সেই সাথে মন্তব্য। লেখাটি পোস্ট হয়েছে ১৪ ই জুলাই, ২০১৩ সকাল ১০:১৭ | আমি এর বিরুদ্ধে লিখছি ১৪।

৭। ২০১৩, ৮:৪২। বার বার চেক করে দেখছি পোস্ট টি ব্যান করা হয়েছে কিনা। কাউন্টার পোস্ট ও আসছে। এ ধরণের পোষ্টের বিরুদ্ধে অভিযোগ করা হয়, কিন্তু কোন ব্যবস্থা নেয়া হয় না।

এইসব পোষ্ট দিয়ে ব্লগার যেমন হিট খান ঠিক তেমনি ব্লগ ও এইরকম পোষ্ট রেখে হিট হতে চায়। রিপোর্ট করেও লাভ হয় না। এ ধরণের পোস্ট রেখে সামু কি বোঝাতে চায়? এর নামই কি দায়িত্বশীল ব্লগিং প্লাটফর্ম? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।