Nothing Special To Write তার কথা আজ হঠাৎ মনে পড়ে গেলো। তার সাথে দেখা হয় আমার মাসছয়েক আগে। তাকে আমার খুব বেশি খুঁজতে হয় নি । সামান্য
খোঁজাখুঁজির পর অবশেষে তাকে পেলাম। দেখতে শুনতে ভাল,ভাল ফ্যামিলির।
ভাবলাম এতেই আমার চলবে। যারা দেখে তারা বলে
ভালই, এতদিনে নিজের একটা পাইলা। যেখানেই যাই তাকে আমার নিতেই হবে। কিন্তু সমস্যার শুরু হল তারপর থেকেই। তাকে পরিচয়
করিয়ে দিলাম আমার কয়েকজন বন্ধুর সাথে আর এলাকার বড় ভাইদের সাথে।
আগে জানলে অবশ্য তা করতাম না। পরিনতির কথা বলবো ...
গত ছয় মাসে আমার তার সাথে কয়েকবার, কয়েকদিন দেখা হয়েছে। যখনই কিছু সময়ের জন্য তাকে কাছে পেয়েছি তখনই প্রয়োজনের
তাগিদে সে চলে গিয়েছে। তবে আমার এক বন্ধু অবশ্য কথা দিয়েছে তাকে তাড়াতাড়ি আমার কাছে ফিরিয়ে আনার ব্যবস্থা করবে। আমি
আছি তার ফিরে আশার অপেক্ষায়।
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
আমার Pen drive ফিরে এসো তুমি তোমার মালিকের কাছে...... ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।