জীবনকে খুব কাছ থেকে দেখতে চাই। গতানুগতিকতার গন্ডি থেকে মুক্তি চাই। এতে হয়তো শুনতে হবে অনেক অপমানের বাণী। ভয় করি না।
আমি চাই সুখের সন্ধান
কিন্তু আমি তারে পাই না
আমি তারে খুঁজে বেড়াই,
কিন্তু তার দেখা আমার মেলে না।
এ পাড়ে তে আমি হাতড়ে বেড়াই
সুখের দেখা মেলা নাকো।
আরও অন্ধকারের দিকে
আমি চলে যাই।
জানি না এ অন্ধকারের শেষ কোথায়।
আমি সমুদ্দুর পাড়ি দেই
হেথায় হাতড়ে বেড়াই
তারপরেও তারে আমি পাই না
এক অদ্ভূত বিষণ্ণতা আমার
মনে এসে ভর করে।
আমি সাগরের ওপারে গিয়ে
আরও আনমনে হয়ে পড়ি।
এক সময় আমার চিন্তা শক্তির
লোপ হয়।
তখন আমার কিছু ভাবতে
লাগে না ভাল
আমি সব কিছু থেকে মুক্তি চাই।
কিন্তু কোন সে শিকল আমারে
ছাড়তে চায় না।
ভাংতে পাড়ি না আমি তা
বরং সব যেন আরও
জট লেগে যায়।
উদাস মনে ভাবতে ভাবতে
আমি দূরে দিগন্তে
ঘন আবিরের বাগে চেয়ে রই।
মনে হয় কোথায় যেন কিছু আছে
আসলেই কি আছে?
নাকি সবই আমার
ভ্রান্তির ছলনা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।