আল বিদা
ছবির এইই মেয়েটা কোন দ্বীপবালিকা না মেঘবালিকাও না। খুব সাধারন একজন। তাকে প্রথম কবে দেখেছিলাম ঠিক মত মনে পড়ে না। কেন তাকে ভালবেসে ছিলাম তাও জানি না। তবুও এই মেয়েটা আমার জীবনের আষ্টপৃষ্ঠে জড়িয়ে গেল।
মনের কথা কোন এক ফাকে হুট করেই বলে ফেললাম। দ্রুত পড়াশোনা শেষ করা, চাকরী নেয়া সব করে যখন বিয়ে করলাম তখন মনে হল
'আমি পাইলাম, আমি ইহাকে পাইলাম'।
আমার ভালবাসা হয়ত বিয়ের দিনই শেষ। তারপরের টুকু বলা যায় responsibility। আমাদের মাঝে আর ঐ প্রেম নেই।
এখন একটা caring relation. আমাদের পুরো চিন্তা ভাবনাতেই আমরা, আমাদের পরিবার আর প্রিয় কিছু বন্ধু । আমার lifestyle তার জন্য বদলে গেছে। যে একটা সুন্দর সাজানো গোছান লাইফ চেয়েছিলাম অনেকটা তেমন ভাবেই দিন কেটে যাচ্ছে।
আমাদের আব্বা আম্মারা কখনও কখনও অর্থহীন কিছু ঝগড়া করত। আমরা যেকোন অর্থহীন ঝগড়া থেকে দূরে থাকি।
আল্লাহর রহমতে খুবই কম ঝগড়া হয় আমাদের।
আমরা একটা smart life lead করতে চাই। অর্থহীন ইলজিকল কিছু করে যে কোনভাবে দিন কাটাতে চাই না।
তার জন্য কখনও কিছু করা হয়নি। না কোন স্পেশাল gift, না কোন স্পেশাল ট্যুর।
আমি কতকিছু নিয়ে কতজনকে নিয়ে কবিতা লিখেছি। কিন্তু তাকে নিয়ে কখনও কিছু লেখা হয়নি। আজকের এই পোস্ট তার জন্যই লিখলাম। তবে এই লেখাও তার পড়া হবে না। ও এই সাইটে আসে না।
সে ভাল থাকুক। আমার হয়ে থাকুক।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।