সারা দিন আমি বসে থাকি,,
কি যেন কাকে ভাবতে থাকি,,
কখোন যেন সে আসে,,
ভাবনা যেন হোতেই থাকে,,
তবুও তাহার কল না আসে।
সকাল শেষে রাত আসে,রাত গড়ীয়ে ভোর নামে,,
নিদ্দরা বিহিন রাতরি কাটে
তবুও তাহার কল না আসে।
সারাদিন আমি ঘুরে বেড়াই,
সকোল খনেই খুজেঁ বেড়াই,,
কখোনো কখোনো ভ্রান্তি আসে,,
সে যেন বসে আছে আমারই পাশে,,,
তবুও তাহার কল না আসে।
জানি একদিন পাব তাকে,
তখন সে অনেক দূরে,,
সকল ভ্রান্তি দূর হবে,,,
সে যেন আমার সপ্ন ছিল,,,
সপ্ন হয়েই রবে,,
তবুও তাহার কল না আসে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।