আমাদের কথা খুঁজে নিন

   

ডিবি বলছে আসিফকে ছেড়ে দেওয়া হয়েছে, বোন বলছে ‘না’

মানুষ মরে গেলে পচে যায়, বেঁচে থাকলে বদলায়, কারণে-অকারণে বদলায় ব্লগার আসিফকে আটক করা প্রসঙ্গে গোয়েন্দা পুলিশ (ডিবি) বলছে, তারা আসিফকে শনিবার রাতে তার বোনের সঙ্গে বাড়িতে পাঠিয়ে দিয়েছে। তবে আসিফের বোন ড. জাহিদা মেহেরুন্নেসার দাবি, তার ভাই আসিফকে এখনো আটকে রেখেছে পুলিশ। রোববার ১২টা নাগাদ আসিফকে আটক করা প্রসঙ্গে ঢাকা মহানগর (দক্ষিণ) ডিবি পুলিশের উপকমিশনার মনিরুল ইসলাম ও ড. জাহিদা মেহেরুন্নেসার কথা যোগাযোগ করা হলে তারা বাংলানিউজকে এসব কথা বলেন। এর আগে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সংহতি জানানোয় ব্লগার আসিফ মহিউদ্দিনকে শনিবার রাতে মিন্টু রোডের ডিবি র্কাযালয়ে ডেকে নিয়ে আটক রাখা হয় বলে তার পরিবার অভিযোগ করে। আসিফেরে পরিবার জানায়, কয়েকদিন ধরে ডিবি তাকে খুঁজছিল।

শুক্রবারও তার বাসায় গিয়ে না পেয়ে তাকে ডিবি অফিসে জরুরি ভিত্তিতে দেখা করার জন্য পরিবাররে সদস্যদের বলে আসে। আসিফের ড. জাহিদা শনিবার রাতে তাকে নিয়ে ডিবি অফিসে যান। এসময় বোনকে পাঠিয়ে দিয়ে আসিফকে আটকে রাখা হয়। ঢাকা মহানগর (দক্ষিণ) ডিবি পুলিশের উপকমিশনার মনিরুল ইসলাম আসিফ মহিউদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘তাকে আটক বা গ্রেপ্তার করিনি। একটি বিষয় জানার জন্য আমরা তাকে ডেকেছিলাম।

শনিবার রাতে তার বোন তাকে নিয়ে এসেছিলেন এবং আবার সঙ্গে করে নিয়ে গেছেন। ’ এদিকে, আসিফের বোন ড. জাহিদা মেহেরুন্নেসা বলেন, ‘সম্পর্ণ মিথ্যা কথা বলছে ডিবি পুলিশ। তাকে আমি নিজে নিয়ে গেছি ডিবি অফিসে। সরকারি কর্মকর্তা হিসেবে তাদের কথা মতো দায়িত্ব পালন করেছি। কিন্তু তারা তাদের দায়িত্ব পালন করছে না।

আমার সঙ্গে আসিফকে রাতে ফেরত পাঠানো হয়নি। ’ উল্লেখ্য, সম্প্রতি ব্লগার আসিফ ‘জাতীয় র্স্বাথে ব্লগার-অনলাইন একটভিস্টি’ এর ব্যানারে জগন্নাথের আন্দোলনের পক্ষে কাজ করছিলনে। link ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.