আমাদের কথা খুঁজে নিন

   

গাড়ি ছিনতাই: ডিবি পুলিশসহ গ্রেপ্তার ২

এরা হলেন- ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) নায়েক হেমায়েত উদ্দিন (৪০) এবং গাজীপুর জেলার জয়দেবপুর থানার কলমেশ্বর এলাকার কদম আলীর ছেলে কবীর হোসেন (৩৮)। হেমায়েত বরিশালের উজিরপুর উপজেলার অনুয়া গ্রামের আজহার আলী হাওলাদারের ছেলে।
সাভার মডেল থানার সহকারী পুলিশ সুপার (এএসপি) মশিউদ্দৌলা রেজা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার গভীর রাতে হেমায়েত ও কবীর সাভারের জোরপুলে সড়কে বেরিকেড দিয়ে ব্যবসায়ী আমিনুর রহমানের প্রাইভেট কার ছিনতাই করে। এরপর তারা ওই ব্যবসায়ীকেও মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে।
“এসময় তার চিৎকারে লোকজন এগিয়ে এসে তাদের ধরে ফেলে পিটনি দিয়ে পুলিশে সোপর্দ করে।

ছিনতাইয়ের কাজে ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে। ”
তবে ছিনতাইকারী চক্রের অপর দুই সদস্য প্রাইভেটকারটি নিয়ে পালিয়ে যায় বলে মশিউদ্দৌলা জানান।
ব্যবসায়ী আমিনুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নিজের ব্যবসাপ্রতিষ্ঠান থেকে রাত আনুমানিক ১টার দিকে বাড়ি ফিরছিলেন তিনি। বলিয়ারপুর এলাকায় সড়কের মাঝখানে একটি মাইক্রোবাস রেখে তার গাড়ির পথরোধ করা হয়।
“ওরা পুলিশ পরিচয় দিয়ে কাজগপত্র পরীক্ষা আর তল্লাশির নাম করে আমাকে গাড়ি থেকে বের করে মাইক্রোবাসে উঠায়।

তখন দুইজন আমার প্রাইভেটকার নিয়ে চলে যায়। বাকি দুজন আমাকে জোর করে মাইক্রোবাসে উঠিয়ে সাভারের দিকে নিয়ে আসে। ”
মাইক্রোবাসটি জোরপুল এলাকার লালন সিএনজির সামনে পৌঁছলে চিৎকার শুরু করেন বলে জানান আমিনুর।
এ ঘটনায় সাভার মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে বলে এসআই জিল্লুর রহমান জানান।
 


সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.