আমাদের কথা খুঁজে নিন

   

ঐ ফকির কি তোর বাপ লাগে ?

একজন মুক্ত মনের মানুষ । সুপ্রিয় ব্লগারগন, আপনাদের একটা নির্মম সত্যি ঘটনা বলি । ১৯৮৭ সালে আমার দাদু মারা গেলেন । উনি একটা কোরাণ শরীফের গিলাফের ভেতরে টাকা রাখতেন(আমরা কেহই তা আগে জানতাম না)। দাদুর এই কোরাণ শরীফ টা আমার ভাগে পড়ল ।

সেটা খুলে আমি কিছু টাকা পেলাম । কচি মনে দাদীর বিয়োগ ব্যথায় এমনি কস্ট পাচ্ছিলাম । ভাবলাম টাকাটা দিয়ে কি করা যায় । অনেক ভেবে ঠিক করলাম দাদীর নামে ফকির-মিসকিনদের দান করে দেব । আমাদের জেলা সদরে একটা ব্রিজ আছে যার নাম ফকিরের পুল ।

অনেক ফকির আছে যারা সারা বছর এখানে ভিক্ষা করে । আমি সেখানে গিয়ে যারা সক্ষম তাদের দুজন মিলে এক টাকা এবং যারা অক্ষম তাদের পুরো এক টাকা দিচ্ছিলাম । এমন সময় এক ফকির(যার ভাগে ৫০পয়সা পড়েছে) বলল, ঐ ফকির তোর বাপ লাগে যে, তারে এক টাকা আর আমারে ৫০পয়সা দিলি ? আমি থ হয়ে গেলাম । ঘটনাটা একজন পথচারী দেখে বললেন, বাবা এদের না দিয়ে সিনেমা দেখলেও টাকাটার সৎকার হবে । সেই দিন থেকে প্রফেশনাল ভিখারীকে ভিক্ষা দিইনা ।

নিজের আশে-পাশে অনেক আছে যারা লজ্জায় কারো কাছে হাত পাতেন না কিন্তু অভাবী । তাদের যেচে গিয়ে টাকা দিই । বলি সুযোগ পেলে শোধ করে দিও । না পারলে দাবী নেই । ধন্যবাদ সবাইকে ।

ভাল থাকবেন । বিঃদঃ-সব ভিক্ষুক যে এমন নয় সেটা আমি বুঝি। (পরিমার্জিত রি-পোস্ট)  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।