ফেসবুক আইডি:নাই
* সংসারত্যাগী; মুসলমান ভিক্ষুক বা সন্ন্যাসী বা সাধু পুরুষ।
* মরমি সাধক
* নি:স্ব; দরিদ্র; সর্বহারা
-------------
আমাদের মূদ্রা ফকির
চলে পথে পথে
সবসময় তার হাতে
একটা ব্যাগ থাকে।
পরনে তার ছেড়া জামা
এক পা খুড়া,
ভিক্ষা করে আর
মুখে বলে সূরা।
আচরনে তাহার
কেউ হয় তিক্ত
কেউ হয় আকৃষ্ট
কেউবা কাছে আইসা
দেয় দুটি পয়সা।
পার হয়ে যায় দিন
পার হয় বছর
তবু তার ভিক্ষার
নাই শেষ প্রহর।
[সংগৃহীত]
---------
নতুনত্ব নিয়ে কোটি টাকার ফকির
চলচ্চিত্রে সুস্থ ধারা ফিরে আসায় রাজ্জাক আবার চলচ্চিত্র নির্মাণ করছেন। তাও আবার অনেক দিন পর। নতুন সংবাদটি হচ্ছে এই প্রথম রাজ্জাক, সম্রাট এবং বাপ্পারাজ তিনজন এক সঙ্গে একই মুভিতে কমেডি চরিত্রে অভিনয় করছেন। শুধু অভিনয় করেই তারা নতুনত্ব সৃষ্টি করছেন না, অভিনয়ের সঙ্গে রাজ্জাক এবং তার দুই পুত্র এক সঙ্গে তাদের নিজেদের কণ্ঠে প্লে-ব্যাক সিংগিং করতে যাচ্ছেন। যা বাংলাদেশের চলচ্চিত্রে যোগ হচ্ছে একটি নতুন মাত্রা।
কোটি টাকার ফকির মুভিতে নায়িকা হিসেবে থাকছেন স্বাগতা ও নিপুণ আর রাজ্জাকের বিপরীতে অনেকদিন পর অভিনয় করছেন নূতন। তাও আবার দ্বিতীয় পক্ষের স্ত্রীর চরিত্রে।
মুভিটি কমেডি ধাচের হলেও এখানে দেখা যাবে যুব সমাজের নানা অবক্ষয়। মোট কথা মুভিটিতে যাতে দর্শক টোটাল এন্টারটেইনমেন্ট পায় সেভাবেই নির্মিত হবে।
হঠাৎ কমেডি সিনেমা নির্মাণ করার আগ্রহ কেন? এ প্রসঙ্গে জানতে চাইলে নায়ক রাজ রাজ্জাক বলেন, হাসি জীবনের জন্য খুবই দরকারি।
হাসি মানুষকে দুঃখ থেকে কিছুটা সময়ের জন্য হলেও দূরে রাখে। হাসি অনেক রোগের ওষুধ। তার মধ্যে একটি হচ্ছে হাসি হৃদরোগ প্রতিকারের অন্যতম উপাদান।
তাছাড়া জীবনে বহু অভিনয় করেছি, কিন্তু এ রকম ভিন্ন চরিত্রে আমি এর আগে কখনো অভিনয় করিনি। মুভিতে আমার যে চরিত্র তা আমার অভিনয় জীবনে এক নতুন মাত্রা যোগ করবে।
স্ক্রিপ্টটি পড়ার সময় আমি বহুবার নিজের অজান্তে হেসে উঠেছি। দর্শক রাজ্জাককে এর আগে কখনো এমন চরিত্রে দেখেনি।
----------
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।