আমাদের কথা খুঁজে নিন

   

সম্পদের ফকির



একজন পাগলা ফকিরের সন্দ্ধান পাওয়া গেছে। উনি নাকি সবাইরে ধন সম্পদ বিলাইয়া বেরাইতাছে। যদি কারো সম্পদের দরকার হয়, তবে উনার মোবাইলে যোগাযোগ করতে পারেন। উনার মোবাইল # ০১৭৩৫৭৫১৫৬৬ । গত রাত ১টায় আমার মোবাইলে একটা অপরিচিত নাম্বার থেকে ফোন আসে।

কথাবার্তা ছিল এরকম। তুই অনেক ধন-সম্পদের মালিক হবি। তার জন্য তোকে পাঁচটা শর্ত মেনে চলতে হবে। প্রশ্ন করলাম, কি কি শর্ত? শর্ত হলো, ১) পাঁচ ওয়াক্ত নামাজ পড়বি, ২) সদা সত্য কথা বলবি, ৩) দিনাজপুরের পীর গাজীর মাজার জিয়ারত করবি, ৪) যে সকল গ্রামে মসজিদ মাদ্রাসা নাই সেখানে মসজিদ মাদ্রাসা করে দিবি, আর ৫) এই কথা বউ ছাড়া কাউকে বলতে পারবি না। ৩০২১ জন খাদেম তোর সম্পদ পাহারা দিচ্ছে তাদেরকে মিষ্টি খাওয়াবি।

আমার কোন ধন সম্পত্তি নেই। আমার কোন মোবাইল নেই, তাই এখানকার একজন ইমাম সাহেবের নাম্বার দিয়ে ফোন করেছি। এই ইমাম সাহেবের ক্ষতি করেতো লাভ নেই, তাই ওনার মোবাইলে কিছু টাকা পাঠিয়ে দিস। এরকম অনেক কথার পর...... এবার মোবাইলটা বন্দ্ধ করে ঘুমিয়ে থাকবি। ভুলেও সকালের আগে মোবাইল খুলবি না।

একটু পর আবার ফোন করে ধমক, তোকে না বলেছি মোবাইল ব›দ্ধ করে ঘুমিয়ে থাকতে। আমি বোধ হয় খুব শীঘ্রই প্রচুর ধন সম্পত্তির মালিক হয়ে যাচ্ছি। চাইলে অপনারাও যোগাযোগ করে ধন সম্পত্তির মালিক বনে যেতে পারেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.