মেনে নিব না, আসে যদি ইসলামের উপর কোন আঘাত। মাঠে নেমেছি, হয় সফলতা নয়ত চাই শাহাদাত ~ঝরে বক মরে, ফকিরের কেরামতি বাড়ে~ এই প্রবাদটা শুনেন নি এমন বাংলাভাষি বোধহয় পাওয়া সম্ভব না। কোন সে ফকির? ঝরে বক মরলেও যে সেটাকে নিজের কৃতিত্ব বলে দাবি করে এমন ফকির কি বাস্তবে আছে? হা ভাই, আছে আছে সে ফকির শুধু একাই নেই, তার অনেক ভক্তভৃন্দও আছে। এমনকি সামু ব্লগেও সে ফকির হল আমাদের রাজারবাগির দিল্লু বাংলাদেশে তাদের দুইটা পত্রিকা আছে। আল-ইহসান ও আল বায়্যিনাত। রাজারবাগিরা বলে সেটা নাকি বাংলা ভাষার আল কোরআন এবং বিশ্বের সর্বাধিক পঠিত পত্রিকা। সে পত্রিকায় দাবি করা হয়েছে, রাজারবাগির দয়ায় নাকি আমেরিকায় ঝড় বইয়া গেছে এবং তারা গতকাল একটা পোস্ট দিল যে ফ্লোরিডা নাকি ডুইবা যাব কিন্তু একটা দুঃখের কথা এক মাসে আগে এক রাজারবাগি পুস্টাইছিল ওগো পীর বাবার বদদোয়ায় নাকি আমি ধ্বংস হইয়া যামু এখন এক মাস পার হইয়া গেল মাগার আমার কিছুই হইল না আমি এখনও বাঁইচা আছি সেই সাথে রাজারবাগিদের দিতাছি চিকন মোটা এবং আইক্কাওয়ালা বাঁশ ------------------------------------------------ হায় হায়! আমি মনে হয় এই পোস্টে ফকিরদের অপমান কইরা ফালাইলাম ও আমার ফকির ভাইরা, তোমরা চেইত না। আমি তোমগরে কিছু কই নাই তোমরা তো ভালো আছো। পেটে টান পরলে মানুষের কাছে একটু চাইয়া চাইয়া খাও কিন্তু রাজার..াগির দিল্লুর মতন তো ধর্ম ব্যবসা বাটপারি আর ভন্ডামী কইরা খাওনা। --------------------------------------------- ব্লগে এমন বিনোদন খুব কমই পাবেন
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।