আমাদের কথা খুঁজে নিন

   

ফকির আমি, সে তো ফকির ই , তোমাকে ছাড়া অন্য কিছু চাই না।

আমি এখন আছি তবে থাকবো কিনা জানি না।"কবি'র কবিতা সে তো পাঠকেরই ঋণ।"

রসের হাড়ি পেলেই রসিক ডুব দেয় পুরো সমুদ্র তার পোষায় না। প্রেমিক মজে প্রেম-ভালোবাসায় স্বার্থবাদী তাকে পায় না। পথিক শুধু পথ ই খুঁজে আঁকা-বাঁকা,ভবঘুরে কাক-ছায়ায় জিরায় না ভাবুক শুধু ভাবনা খুঁজে কষ্ট নিরন্তর অবহেলা বুঝে না। খোদা শুধু করুণায় করে ভালোতো বাসে না । দু:খী মানুষের দু:খ চিরকাল সুখতো তাদের সয় না। চাতক চায় চোঁয়া বৃষ্টির জল নদীর জল খুঁজে না ফকির আমি, সে তো ফকির ই তোমাকে ছাড়া অন্য কিছু চাই না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।