কবে যাবো পাহাড়ে... কবে শাল মহুয়া কণকচাঁপার মালা দেব তাহারে.... মাঝরাতের শিউরে ওঠা প্রঃশ্বাস, একটা ডানা ঝাপটানোর শব্দ, দূরে কোথাও কোনো বকশিশুর ক্ষীণ অনুযোগ, বিষাক্ত সুন্দর সরিসৃপের ত্বকের মত মসৃণ নিঃশব্দতা। আগুনের কান্না বাতাসে ওড়ে দাউদাউ ফারনেসের কাঠপোড়া ধোঁয়ার ছলে। লাশপোড়া গন্ধ চাপা পড়ে ললনার উগ্র পারফিউমের তলে। এক ঢোঁক মদিরায় ঝাপসা দুনিয়া, ঝাপসা স্মৃতির পাতা, দ্রাক্ষাবিষের একেকটি ফোঁটা জমা পড়ে ব্যাংক একাউন্টে কাঁচা টাকা হয়ে। শঙ্খচিল, শালিক, লক্ষীপেঁচারা উধাও জীবনানন্দ বন্দী বুকশেলফে। সস্তা চটির তলে চাপা পড়া রবিঠাকুর। আর পরতে পরতে ধুলোয় লুকানো বিবেক নিয়ে অন্ধকার কানাগলিতে স্মৃতিভ্রষ্ট মতিভ্রষ্ট ঘুরে ফিরি আমি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।