বিষণ্ণ ভালোলাগায়। সময়ের টুকরোগুলো বিশাল বোঝার মতই যেন চাপা দিয়ে আছে কেউতো নেই্ কেউ কি কখনো ছিল? এসেছিল, পেয়েছিল, কেঁদেছিল কামনায় স্বার্থের নগ্ন আঁচড়ে করে গেল আমায় ক্ষত-বিক্ষত সে কি জানত না, জানেনা এই বোকা-সহজ মানষটাকে? পারত না পঙ্কিলতাগুলো ফেলতে মুছে? স্মৃতিগুলো বিষের মত ছড়িয়ে আছে আছে ছড়িয়ে মুহূর্তের প্রতিটি কণায় বিষণ্ণ ক্ষণগুলো বিপন্ন ভাবনায় আজো আমাকে কাঁদায় আমাকে কাঁদায়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।