আমাদের কথা খুঁজে নিন

   

ভোরের আবেশ এসে ঘুমে দিয়ে যাবে তোমার চোখ

শাফিক আফতাব---------- এইরাতে মনে হলো তুমি দিব্যি আছো, তোমার মদিররুমে ডিমলাইট নীল আলো বিলাচ্ছে, ফুলবতী বিছানায় কর্তা কোর্তা পড়ে সমুদ্রেভ্রমণে প্রস্তুত, আকাশের রঙ দেখে মনে হচ্ছে এইমাত্র ঝড় উঠবে, লণ্ডভণ্ড করে দেবে কুমড়োর খেত, কাশবনে বাতাসেরা এলোমেলা করে দেবে বেণীবিন্যাস আর পরিপাটি পরিচ্ছদ, গহ্বরে গলিত লাভার উৎগীরণে বেশহালকা হবে পৃথিবীর শরীর, ভোরের আবেশ এসে ঘুমে দিয়ে যাবে তোমার চোখ। তুমি রূপকথার সোনার কাঠি বুলিয়ে বুলিয়ে আস্তে ধীরে অতিক্রম করবে স্বর্গের দুয়ার। এইরাতে হালে পানি পাবে, কৃষাণীর মন যাবে আবহমান শস্যের অঙ্কুরে। চিরায়ত লালিত বাসনায় এবার তার শস্য উঠবে ঘরে। তার পতিত ভূমি এবার ফসলে ফলবিত হবে,মুখে হাসি ফুটবে, এই ঝড় তোমাকে বড় ঋদ্ধ করে দিয়ে যাবে। ২২.০৩.২০১৩

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।