আমাদের কথা খুঁজে নিন

   

ভোরের আলো


ভোরের আলো লাগলো আমার গানের তরনীতে ,
তাইতো আজি সকল দাবী ফিরে আসে, আসে নিতে
সকল কালের প্রেমের বাণী ফাগুনেতে।।

এতদিনের অন্ধ আবেশ ভালোবাসার শীতল আরেশ
আর না থাকে কাজের মাঝে, সকাল সাঝে!
তাইতো তারে আপন প্রাণে খুজে ফিরে বারে বারে।
কে জানিতো আপনা হতে উঠবে ভাসি
নয়নরাশি উজল করে গভীর রাতে ।।
(৩০ ফাল্গুন ১৪২০)

-সংগীত ও সুর: আতিকুর রহমান

সোর্স: http://prothom-aloblog.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।