এক
অ
নে
ক
দি
ন
প
র
পাঁজড়ের হাড়ে শুনেছিলাম পাড় ভাঙার শব্দ।
দু'টো চোখই কারন!
আমাকে ভস্ম করেছিলো যা।
নিজের অস্তিত্বটুকু টের পাচ্ছিলাম না আর।
মু
ঠো
ভ
রে
ছা
ই
দিয়ে এসেছিলাম তোমাকেই।
আমার শুধু তোমার একটা ফুঃ তে উড়ে যাবার নীরব অপেক্ষা ছিলো!
দুই
মানুষ হবার অবসাদ পেয়ে বসলে
আমি পাখি হবো।
সেই পাখি জীবনেও আমি কবিতা লিখবো
তোমার জন্য প্রিয় মানুষ!
তিন
হাসতে হাসতে তুমি দিলে আমলকি পাতা।
আমি কাঁদলাম অঝোরে।
জানোনাই
কিছু পাতায় বেদনা বিধুর স্মৃতিরা থাকে?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।