দরজাও বন্ধ নয়
শুরুতেই প্রয়াত কবি শামসুর রহমান স্যারের একটি উদ্ধৃতির উল্লেখ করতে চাই তিনি এক সাক্ষাতকারে বলেছিলেন " যারা ব্যাক্তিগত ভাবে ধর্মপালন করেননা তাদের প্রতি আমার কোন অভিযোগ নেই, কিন্তু যারা ধর্ম পালনের নামে অধর্ম করে বেড়ায় আমার অভিযোগ তাদের বিরুদ্ধে " আমিও শামসুর রহমান স্যারের এই মতের সাথে সম্পূর্ন একমত কেননা ধর্ম পালন করা এবং না করা যার যার ব্যক্তিগত ব্যাপার, কেউ একজন ধর্ম পালন করলোনা তাতে ধর্মের কোন ক্ষতি সাধিত হলোনা ক্ষতি যদি কিছু হয়েই থাকে তবে তার নিজের এবং এটার দায়বদ্ধতা তার একার কিন্তু ধর্ম পালনের নামে একজনও যদি অধর্ম করে তবে তার দায়ভার বর্তায় পুরো ধর্মবিশ্বাসী সকলের উপর।
আমাদের সমাজে যতটুকু পশ্চাদপদতা রয়েছে তার অধিকাংশই ধর্মকে নিয়ে, এক্ষেত্রে আমেরিকার কেন্দ্রিয় ব্যাংক "ফেডারেল রিজার্ভ" এর সাবেক চেয়ারম্যান আলান গ্রীনস্প্যান এর একটি উদ্ধৃতির উল্লেখ করা যেতে পারে " আপনি যদি শুধু অতিতকে রক্ষায় ব্যাস্ত থাকেন তাহলে ভবিষ্যতের জন্ম দিতে পারবেননা" আর ভবিষ্যতকে সুন্দর করার দায়িত্ব হিন্দু, মুসলিম, বৌদ্দ, খ্রীষ্টান সবার। তাই আসুন যার যার ধর্মের প্রকৃত আদর্শকে বাস্তবায়ন করি আর ত্যাগ করি সকল গোড়ামী তাহলেই পাবো অন্যরকম সুন্দর একটি পৃথিবী।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।