জামাত শিবিরের পক্ষে যে ক'জন কলম ধরে থাকেন তার অন্যতম একজন হলেন লন্ডন প্রবাসী সিরাজুর রহমান। মুক্তবুদ্ধির চর্চাকারীদের প্রতি বিষেদাগার করতে সত্য-মিথ্যা একাকার করে তিনি দীর্ঘদিন যাবৎ লেখালেখি করে যাচ্ছেন। তার লেখালেখি নিয়ে কাউকে কখনও মাথা ঘামাতে দেখিনি। অনেকেই বলেন, তিনি যে প্রতিক্রিয়াশীলদের সমর্থক এবং প্রচণ্ড মিথ্যাবাদী তা সর্বমহল জ্ঞাত। যাদের জন্য লিখেন সেখানেও তার কোন আহামরি মূল্য নেই।
পাঠকদের অবগতির জন্য জানাচ্ছি যে, তার বেশিরভাগ লেখা হচ্ছে উস্কানিমূলক এবং মিথ্যাচারে ভরপূর। যে কোন পাঠক তার কয়েকটি লেখা পড়লে খুব সহজেই তার জ্ঞানের বহর এবং মিথ্যাচারের নমূনা দেখতে পাবেন। গত ২০শে মার্চ তিনি আমার দেশ পত্রিকায় তার কলামের এক জায়গায় লিখেছেন, ''এদিকে দেশ ফুটছে টগবগ করে। জল্পনা-কল্পনার অবধি নেই। রাষ্ট্রপতিকে কেন সিঙ্গাপুরে নিয়ে বসিয়ে রাখা হয়েছে, তারও নানা মতলব আবিষ্কার করা হচ্ছে।
কেউ কেউ বলছেন, তার স্বাক্ষর নিয়ে যাতে সেনা অভ্যুত্থান হতে না পারে, সেজন্যেই তাকে দূরে সরিয়ে দেয়া হয়েছে। ''
এখন রাষ্ট্রপতিকে মরিয়া প্রমাণ করিতে হইল যে, তিনি ষড়যন্ত্রের কারণে নয়; জীবন বাঁচাতে সিঙ্গাপুরে গিয়েছিলেন।
বি. দ্র. কেউ কি বলবেন যে, সারাদেশ যখন রাষ্ট্রপতির মৃতু্যতে শোকাভিভূত, তখন জামাত এবং অন্যান্য ইসলামী দলগুলোর কোন খোঁজ খবর কোথাও দেখা যাচ্ছে না কেন? ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।