আমাদের কথা খুঁজে নিন

   

রাষ্ট্রপতিকে খোলাচিঠি...

দেবতার দেবতা আমি মানুষ.. কি কুদরত দেখাও হে মহামান্য রাষ্ট্রপতি, হাতে ধরা কাগজখানা খসে পরার আগেই খসে পরো যেন নিজে! এদিকে ভয়াবহ মহামারী টেনে ধরেছে রাষ্ট্রের লাগাম! আর কতকাল শোকার্ত হবে পা হারানো স্ত্রীর মৃত্যুশোকে? এবার একটু মানুষের জন্য কাঁদো! খবিস শকুন আবারো জেগেছে দিকে দিকে, পুলিশ মেরে মানুষ মেরে পালিশ করে দিচ্ছে গণতন্ত্রের অহংকার! টনক নড়েনা তোমার? আর কতকাল এভাবে রক্ত দেখে ঝিম মেরে থাকি নেশাখোর আহাম্মকের মতো! আর যে সহেনা অপমানের জ্বালা খাটাও হে তোমার নুন্যতম অধিকার;হে পুতুল তুমি মানুষ হও,জাগো মহামান্য জাগো- রুখে দাঁড়াও কাঁধে ভর দিয়ে হলেও দাঁড়াও.... আমরা সাধারন জনতা অবাক নয়নে তাকিয়ে থেকেছি বোবা কান্নায়! আমাদের হাতে অস্ত্র নেই শক্তি নেই বেঁচে আছি বিবস্ত্র মানচিত্রে না পারার অপমানে! আশ্চর্য আর কি কোন মহামানবের জন্ম হবেনা? প্রবল বিশ্বাস বুকে নিয়ে যে বলতে পারে, ''ঘরে ঘরে দূর্গ গড়ে তোলো'' এবারের সংগ্রাম আবারো মুক্ত হবার সংগ্রাম? শুধুই কি পশুর জন্ম হবে, আর কোনো মানুষ কি জন্মাবেনা এ দেশে?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.