আমাদের কথা খুঁজে নিন

   

রাষ্ট্রপতিকে সংলাপের আয়োজন করার আহবান

ইসলামী সমাজের আমির সৈয়দ হুমায়ুন কবীর বলেছেন, উভয় জোটের দুই শীর্ষ নেতাসহ অন্যান্য নেতাদের বক্তব্য ও মনোভাবে এটা প্রতীয়মান যে, দুই শীর্ষ নেতার মধ্যে সংলাপ হলেও সংকট নিরসন হবে না। তাই চলমান সংকট নিরসনে রাষ্ট্রপতিকে জাতীয় রাজনৈতিক ও ধর্মীয় নেতা এবং জাতির গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে জাতীয় সংলাপের আয়োজন করা প্রয়োজন। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানিয়ে সৈয়দ হুমায়ুন কবীর বলেন, জাতীয় নির্বাচনকে ঘিরে ১৪ দলীয় জোট নেতা শেখ হাসিনা এবং ১৮ দলীয় জোট নেতা খালেদা জিয়ার নির্বাচনকালীন সরকার গঠনের পাল্টাপাল্টি প্রস্তাব ইস্যুতে উভয় জোটের অনড় অবস্থানের কারণে দেশব্যাপী সংঘাত-সংঘর্ষ ও নৈরাজ্যময় অবস্থা বিরাজ করছে। যার কারণে মানুষের জান-মালের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। দেশের নাজুক ও নৈরাজ্যময় পরিস্থিতিতে দেশবাসী আতঙ্কিত এবং নিরাপত্তাহীন অবস্থায় গভীর সংকটে নিমজ্জিত হয়ে দিশাহারা।
তিনি বলেন, প্রিয় মাতৃভূমি বাংলাদেশের সমাজ ও রাষ্ট্র পরিচালনায় মানুষের সার্বভৌমত্ব এবং মানবরচিত আইন-বিধান প্রতিষ্ঠিত থাকার কারণেই দেশ ও জাতির মানুষ বিভক্ত হয়ে ভয়াবহ সংঘাত ও সংঘর্ষের মুখোমুখি।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.