নির্বাচনকালীন সরকার নিয়ে দুই প্রধান দলের মুখোমুখি অবস্থানে দেশজুড়ে সংঘাত-সহিংসতার মধ্যে রোববার বঙ্গভবনে যান জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি।
চলমান সঙ্কটে উদ্বেগ জানিয়ে গত ২৬ নভেম্বর রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেছিলেন নাগরিক সমাজের একটি দল। এরপরই জেএসডির একটি প্রতিনিধি দল নিয়ে বঙ্গভবনে গেলেন রব।
রাষ্ট্রপতির সঙ্গে আলোচনার পর জেএসডি সভাপতি বলেন, “বর্তমানে ঢাকার বাইরে নাজুক অবস্থা বিরাজ করছে, মানুষের মধ্যে আতঙ্ক।
“সঙ্কট উত্তরণে রাষ্ট্রের অভিভাবক রাষ্ট্রপতিকে জাতীয় সংলাপের আয়োজনের আহ্বান জানিয়েছি।
”
প্রতি পাঁচ বছর পর নির্বাচন ঘিরে যে রাজনৈতিক সঙ্কট তৈরি হয়, রাষ্ট্রপতির কাছে তার স্থায়ী সমাধান চেয়েছেন বলেও জানান রব।
তিনি বলেন, “রাষ্ট্রপতি আমাদের কথা শুনে বলেছেন, তিনি সংবিধানের ভেতরে থেকে বিবেক দ্বারা পরিচালিত হয়ে উদ্যোগ নেবেন। ”
জেএসডির এই প্রতিনিধি দলে দলের সাধারণ সম্পাদক আবদুল মালেক রতনও ছিলেন।
বৈঠকের বিষয়ে রাষ্ট্রপতির প্রেসসচিব ইহসানুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জেএসডি চলমান রাজনৈতিক সহিংসতার চিত্র তুলে ধরেন এবং পরিস্থিতির স্থায়ী সমাধানের জন্য সব রাজনৈতিক দল, পেশাজীবী, সুশীল সমাজকে নিয়ে জাতীয় সংলাপের উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়েছে।
“রাষ্ট্রপতি তাদেরকে বলেন, এর আগে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার নেতৃত্বে একটি এবং কামাল হোসেনের নেতৃত্বে আরেকটি প্রতিনিধি দল তার কাছে এসেছিলেন।
তিনি বলেছেন, সংশ্লিষ্টদের তাদের কথা জানাবেন। ”
প্রেসসচিব বলেন, “রাষ্ট্রপতি তাদের বলেছেন, তিনি সংবিধান অনুযায়ী সংবিধান রক্ষা ও সংরক্ষণের শপথ নিয়েছেন। কাজেই যা করণীয়, তা সংবিধানের মধ্যে থেকেই করতে হবে। ”
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।