জীবন মানেই, অনিশ্চয়তায় গা ভাসিয়ে নিশ্চিন্তে পথ চলা। অনেক ভাবনার সমাধী খুড়ে ছুটে চললাম অনেক দূরে তোমার থেকে। ভেবেছিলাম তোমার শুষ্ক অন্তরে নামাব বর্ষন অক্ষিদ্বয় ভরে মৃদু কলরবে। চেয়েছিলাম তোমার ঐ দুই হাতে আমার হৃৎপিণ্ডটা বিসর্জন দিতে মরতে রক্তশুন্যতায়। তোমার কয়লাকালো ঐ চুলের খোপায় একগুচ্ছ কদমফুল দিতে চেয়েছি হায় অতি সন্তর্পনে। চেয়েছি তোমার গোলাপরাঙ্গা দুটি ঠোটে নীল চুম্বনের দাগ একে দিতে উন্মত্ত শিহরনে। ভেবেছি ভাবনার বেড়াজাল থেকে বেড়িয়ে তোমায় রাখব বেধে আলিঙ্গনের রুদ্রমুর্তি হয়ে চিরকালের মত। চেয়েছি আবেগহীনতার জঞ্জাল ধুয়ে ফেলে শত সংকটের ভীড়ে লুকাতে তোমার অঞ্চলে আশ্রয়ের খোজে। আমার ভাবনা বা চাওয়ার মুল্য নেই ঐ অন্তরে তাই ছুটে চলছি আমি লোক লোকান্তরে খুজতে মোর রক্তাক্ত ভালোবাসা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।