আমাদের কথা খুঁজে নিন

   

প্রস্থান.........

পরাঞ্জয়ী...

ব্যস্ত রাস্তার নীরব শান্ত এক আইল্যান্ড যেন আমি। সকাল থেকে রাত.........কত কাজ, কাজ আর কাজ। তার মাঝেও ভীষণ একলা এক মানুষ! দু'দিক দিয়ে দুটি ঘুড়ি উড়িয়ে বসে আছি আমি আর তুমি। তোমার লাটাই তোমার হাতে, আমার সূতো ফুরিয়েছে! ঘুড়ি আপন মনে উড়ছে তো উড়ছেই। তোমায় পেছনে ফেলে উড়ছে..।

দূর....... বহুদূর....... জারুলের ফুলে ভরা চারদিক। বেগুনী রঙের ছোঁয়ায় শিওরে আমি তাকাই তোমার চোখে। সেথায় ভালবাসার সমুদ্র অথচ বিরহের যন্ত্রণা! কাছে পাবার কামনা, অথচ দুরে যাবার তাড়না..... আকাশ জোড়া সূর্য হাসে। সেথায় তোমার হাসি খুঁজি! তুমি ভাল আছ তো!! অভিমানের রঙে কেন এত রঙিন তুমি? এস না একবার! হাত বাড়াও! আমিও তো পারিনা। আমার অহং, আজ তোমারটির রূপ নিয়েছে।

দু'হাত পেতে চাইতে যে বড় বাঁধে! আর কত একলা ঘরে একলা কাঁদা। আসোনা, গলা জড়িয়ে বুক ভাসিয়ে কাঁদি! বুকের ভেতর উথালি পাতালি করে বড়। দ্রোহের আগুনে, এস না, মোহ পোড়াই! এস না আকাশ পাণে দুঃখ উড়াই! ঘুড়ির মত........তবু তুমি আসবেনা। তোমার বুকে আজ না ফেরার ডঙ্কা বাজছে................... আমি তাই পথাহারা পথে হেঁটে চলি....একলা....খালি পায়ে....ধুলো ভরে!তুমি জানবেনা। খুঁজবেও না! আমি তোমাতেই খুঁজব আমার সকল না পাওয়া সুখ! দূর থেকে.............আড়াল করে.... আমার প্রাণে বাজে শেকল ছেঁড়ার গান, তোমার প্রাণে স্থবির নৃত্য! তোমায় ডাকে ঘর, আমার ডাকে আকাশ-পাখি.......।

শূন্য শয্যা তাই শূন্যই থাকে। তাই আমি চলছি...............চলছি.............। নেই অবসর, নেই ক্লান্তি, শ্রান্তি!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।