আমাদের কথা খুঁজে নিন

   

প্রস্থান প্রজন্মান্তরে

জগৎ সংসারে কত ক্ষয় হলো সুগন্ধি সাবান। ঘ্রান তো মিলিয়ে গেলো নিমিষেই। bbl_bu@yahoo.com

চলে যাওয়াই বোধহয় পরাজয়ের কাছে নতি স্বীকার। প্রস্থান নয় আগমনের দ্বার খুলে বসে থাকি কেউ বোধহয় আসেনি কখনো পুর্বজন্মে। বৃষ্টি শেষ হলে রাত্রির ঘড়িতে এলার্ম বাজবে ফিরে যাওয়ার নাকি প্রস্থানের, জানিনা। আমাদের পুর্ব-পুরুষেরা বড় বেশী ভীতু ছিলো সন্ত্রস্ত ছিলো খুব বেশী মাত্রায়; পৃথিবীকে বাস যোগ্য করার আগেই তারা পলাতক আমাদের পরবর্তী প্রজন্মের কাছে আমরা হয়তো তাই হবো তবুও বিশ্বকে নতুন করে সাজানোর ব্রত আমাদের। রাত্রি শেষ হলেই কালবেলা শুরু হবে; আমাদের তৃতীয় কিংবা দ্বিতীয় প্রজন্ম কিংবা আমরা নিজেরা হয়তো কালাতিক্রম্য হবো। তবুও সাজাবো তাকে ভালোবেসে ভালোবাসার ঘর আবার আসিব ফিরে ভুলে গিয়ে কে আপন কে পর।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।