আমাদের কথা খুঁজে নিন

   

ভালোবাসাকে না পেলে ভালোলাগা কে নিয়ে ঘর করা যায় কি?

মানুষের জীবনে রোগ-শোক-জরা-ব্যাধি-মৃত্যু-হারানো থাকবেই... কিন্তু সবকিছু থেকে বড় হলো 'বেচেঁ থাকা' ... এই বেচেঁ থাকা দিয়ে সব কিছু জয় করতে হবে । জীবনসঙ্গী নিয়ে আমাদের সবার মাঝেই একটা ফ্যালাসি কাজ করে। অনেকটা ছোটবেলার চকলেট খাবার মতো। বাজারে নতুন কোন চকলেট এলেই আমরা সেটার জন্য পাগল হয়ে যেতাম, আগের চকলেটটার কথা বেমালুম ভুলে যেতাম। আবার বড় হবার সাথে মুখের স্বাদও পালটে যায়, পুরোনো চিপস-চকলেট আর খেতে ভালো লাগেনা।

সেখানে জায়গা করে নেয় বার্গার-সামুচার মতো স্ন্যাকসগুলো। মানুষের যখনই বিপরীর লিঙ্গের এবং গ্রহণযোগ্য বয়সের কাউকে ভালো লেগে যায় তখনই আমরা তার মধ্যে আমাদের জীবনসঙ্গীর ছায়া খুঁজতে থাকি। ছোট থেকে বড় হবার সাথে সাথে আমরা মনের মধ্যে আমাদের অনাগত সঙ্গীর একটা স্কেচ তৈরী করে ফেলি আর অনবরত একে মেলাতে থাকি নতুন আসা মানুষটির সাথে। ধরা যাক হয়তো আমি চাই তার চুল অনেক লম্বা হবে, কিংবা সে সচরাচর বড় টিপ পড়বে কিংবা ঘরের মধ্যে চুলে খোপা করে রাখবে। অথবা মেয়েটা ভাবে ছেলেটা হবে বেশ খানিকটা লম্বা, চোখে চশমা থাকবেনা, সিগারেট একদমই ছোঁবেনা।

এতোগুলো ছায়া আমরা মনে মনে বানিয়ে ফেলি যে এই ছায়াচিত্রের সাথে বাস্তবের রাজকুমার কিংবা রাজকুমারীর অনেক অমিল থেকে যায়। জীবন আসলেই অনেক ধোঁয়াটে, কারন এর মাঝেও আমাদের পছন্দের সুতোবোনা চলতেই থাকে আর পাল্টাতে থাকে পছন্দের স্তরগুলো। ঠিক ছোটবেলার চকলেট আর চিপসের গল্পের মতো। তারমানে কী এই যে স্বপ্নের রাজকুমার কিংবা রাজকুমারীরা কোনদিন বাস্তবে আসেননা? তারমানে কী এই যে জীবন বলে দেয় প্রথম থেকেই স্বপ্নগুলোকে কম্প্রোমাইজ করতে শেখো। আমার জীবনে আমার এরকম কয়েকটি চরিত্রের সাথে আলাপ হয়েছে।

আমি জানিনা তারা সুখে আছেন নাকি নেই নাকি আমার এ বিষয়ে মন্তব্য করা সমীচিন নয় - তবে এ চরিত্রগুলো আমাকে অনেক মূল্যবান মনস্তত্তের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। ভালোবাসাকে না পেলেও ভালোলাগাকে নিয়েও ঘর করা যায় - এই দুর্লভ সাহস যাদের আছে তাদেরকে প্রণাম জানাই। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.