তুমি আমায় জ্বালাবে যদি জ্বালাতে পারো,
দেখি কেমন জ্বলতে পারে এ দাহ্য হৃদয়
কেমন তুমি জ্বালিয়ে করো নিখাঁদ সোনা
কেমন তুমি সর্বনাশা।
আমিতো জ্বলবো বলেই লক্ষ বছর তোমায় খুঁজে ফিরেছি
লক্ষ জনম স্বর্গ ছেড়ে ধূলোর পথে ফিরে এসেছি
পেরিয়ে গেছি কত শীত কত গ্রীষ্ম খুঁড়ে
শুভ্র সাদা আলাস্কা থেকে থরের উষর ভূমি।
আমি তো জ্বলবো বলেই নিঃস্ব হলাম বিশ্ব পথে
ছিঁড়লাম ঘরের মায়া বারণ যেটা লোক সমাজে,
তুমি আমায় জ্বালাবে যদি জ্বালাতে পারো,
আমার আজো একটা দাহ্য হৃদয় আছে জ্বলবে বলে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।