পুরনো পাঁচিল ঘেঁষে বেড়ে ওঠা শন জেনে গেছে মরণেও কতটা জীবন শুধু জানে নি প্রেমিক, নদীর ভাঙ্গা পাড় বালিকা নারী হলেই নদী, জানে না পাহাড় তুমি ডাকো না আমিও যাই নি কতোদিন তাই বলে কি শূণ্য উঠান, নদী ঢেউহীন? ফাঁকা অগ্নিপথ মিছিলে নেই নতুন মুখ ক্ষমতার বুট আজও পিষে মানুষের বুক আমি যাই নি তুমিও থাকোনি প্রতীক্ষায় কি করো শিসা উৎসবে, হুডতোলা রিক্সায়? চমক চাল্লোতে আছো মজে সাথে ফেইসবুক আমায় ডাকছে মুঠোহাত, মিছিলে হারানো মুখ [আমাদের দেশের বেশিরভাগ মা, বাবা, নারী, স্ত্রী, প্রেমিকা, যুবতি এবং যুবকেরা মনে করে দেশের চিন্তা করে কী হবে! নিজে ভালো থাকলেই হলো... আর যুবক-যুবতিরা মজে আছে নিজেদের নিয়ে, সাথে ফেইসবুক ও নানা চিপাচাপা। এভাবেই চলে যাচ্ছে.. কিন্তু, আে কতদিন? এই পদ্য সময়ের সাহসি মানুষদের প্রতি....]
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।