আমাদের কথা খুঁজে নিন

   

মিছিলে যোগ দিতে চাই

দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাপার হে, লঘি্নতে হবে রাত্রি নিশিতে যাত্রীরা হুশিয়ার সবার সাথে মিছিলে যোগ দেয়ার আশা আছে। ছোট বেলা মিছিল করেছি। তার পরে আর কোন মিছিল এ যোগ দেই নাই। বর্তমানে মিছিলের যে রমরমা ব্যবসা। তাতে যে কোন পক্ষের সাথে মিছিলে যেতে পারি।

তবে নিম্নোক্ত শর্তেbr /> ১. যেখানে মানিটা একটু বেশী পাওয়া যাবে। ২. যে মিছিলে গেলে লাঠিচার্জ এর ঝামেলায় পড়তে হবে না। ৩. যে মিছিলে নিরাপত্তা থাকবে নিচ্ছিদ্র। ৪. যে মিছিলে গুলি খাওয়ার ভয় নাই। আমার মনের খায়েশ তাই একটু মিছিলে যোগ দিতে চাই।

আগ্রহী স্পন্সররা যোগাযোগ করুন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।